শর্তাবলী
কেবিএফজে২৪ কি
কেবিএফজে২৪ একটি পূর্নাঙ্গ বাংলা ব্লগিং ওয়েবসাইট, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি নিয়ত বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় ব্লগ কনটেন্ট লেখা হয় ও পোস্ট করা হয়।
কেবিএফজে২৪ কপিরাইট নীতি
এখানে যে সকল কনটেন্ট প্রকাশিত হয় সে সকল কনটেন্টের স্বাত্বাধিকারী শুধু মাত্র কেবিএফজে২৪। যে কোন উদ্দেশ্য কনটেন্ট কপি রাইট করে অন্য কোথাও পোস্ট করা সম্পূর্ণ নিষেধ।
একান্তই কোন কনটেন্ট যদি কপি রাইট করার দরকার হয় তবে আমাদের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে তারপর পোস্ট করতে পারবেন। তবে আমাদের কেবিএফজে২৪ এর “ফলো” লিংক বাটন যুক্ত করতে হবে।
প্রকাশিত কনটেন্টগুলো বিভিন্ন সময় বাংলা বা ইংরেজি প্রকরণ থেকে ভাবানুবাদ করে লেখা হয়। এমতাবস্থায় কাকতালীয় ভাবে কোন কনটেন্ট যদি কারো সাথে মিলে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানালে আমার সেটা পরিবর্তন করার চেস্টা করবো।
কোন প্রকার কপি রাইট কনটেন্ট কেবিএফজে২৪ প্রকাশ করে না।
কেবিএফজে২৪ এর গোপনীয় নীতি
কেবিএফজে২৪ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য বিশেষ কোন কিছুর নাম অথবা ব্যক্তির নাম বা ই-মেইল আইডি, পাসওয়ার্ড, মোবাইল নম্বর আরো ইত্যাদি ধরনের তথ্যগুলো প্রবেশ করান সে তথ্যগুলো সুরক্ষিত রাখা চেস্টা করে কেবিএফজে২৪। তবে, এই তথ্যগুলোর কোন প্রকার নিশ্চয়তা দেয় না।
ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করতে এবং ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি, যা বিজ্ঞাপনে দেখানোর জন্য বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি বা গুগল এডসেন্স এবং অ্যানালিটিক্স এর সাথে আপনার ওয়েবসাইট ভিজিটের তথ্যগুলো শেয়ার করে থাকি।
কেবিএফজে২৪ এর কিছু পোস্ট ও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। কিছু পোস্ট ও কনটেন্ট ভিজিট করার জন্য কেবিএফজে২৪ এর অথেনটিক একাউন্ট বা কোর্ড ব্যবহার করতে হবে।
কেবিএফজে২৪ এর কমেন্ট পলিসি
আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় যদি কোন কনটেন্ট, ভিডিও বা পেজে মন্তব্য করেন তাহলে শুধু সেই পোস্ট সংশ্লিষ্ঠ বিষয়ে মন্তব্য করবেন। কোন প্রকার খাপার অশালিন মন্তব্য করবেন না।
যেগুলো পোস্টে, ভিডিও ও পেইজে কমেন্ট করছেন সেই সব পোস্ট, ভিডিও ও পেইজ সংশ্লিষ্ঠ বিষয়কে মাথায় রেখে আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করে নেতিবাচক সমালোচনা করে কমেন্ট করুন।
উপরোল্লেখিত বিষয় গুলি ব্যতিরেখে অন্য কোন ধরনের মন্তব্য করবেন না। বিজ্ঞাপন মূলক, অশালিন, খারাপ অশ্রব্য ও আক্রমণাত্মক কোন ধরনের তথ্য বা শব্দ ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
যেকোন ধরনের মতামত, অভিযোগ অথবা প্রশ্ন থাকলে কেবিএফজে২৪ এর যোগাযোগ পেজ ব্যবহার করে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
কেবিএফজে২৪ নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে
কেবিএফজে২৪ প্ল্যাটফর্ম যথা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল ও আরও অন্যান্য সোস্যাল মিডিয়া ভিজিট করার জন্য কেবিএফজে২৪ সকল প্রকার শর্ত, পলিশি, গোপনীয়তা ও নীতিমালার সাথে একমত পোষণ করছেন।
যদি কোন প্রকার শর্ত, পলিশি, গোপনীয়তা ও নীতিমালার সাথে একমত পোষণ না করে থাকেন তাহলে কেবিএফজে২৪ এর সকল প্রকার প্ল্যাটফর্ম যথা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল ও আরও অন্যান্য সোস্যাল মিডিয়া ভিজিট করা থেকে বিরত থাকুন।
kbfj24.com এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url